এবং কা’বার নিকট তাদের নামায নেই, কিন্তু শিশ্ ও করতালি দেওয়াই। সুতরাং এখন শাস্তির স্বাদ গ্রহণ করো স্বীয় কুফরের বদলাস্বরূপ।
– আল–কুরআনের বঙ্গানুবাদ (৮:৩৫) সূরা আল–আন্্ফাল।
মুমীন ব্যতীত কাহারও সঙ্গী হইও না এবং হালাল জিনিস ছাড়া কিছুই খাইও না।
– আল–হাদীস (আহমাদ)।
প্রতিকূলতা মানুষকে চালাক করে, যদিও ধনী করে না।
– টমাস ফুলার।







