এবং তাদের কী বা আছে যে, আল্লাহ্ তাদেরকে শাস্তি দেবেন না? তারা তো ‘মসজিদে হারাম’ থেকে নিবৃত্ত করছে এবং সেটার তত্ত্বাবধায়কও নয়।
– আল–কোরআনের বঙ্গানুবাদ (৮ঃ৩৪) সূরা আন–আন্ফাল।
আল্লাহ্ সেই নামাজ কবুল করেন না, যাহাতে শরীর ও মনের যোগাযোগ থাকে না।
– আল–হাদিস (ছগির)
অর্থ ও যশ মানুষের জীবনের সব নয়।
– (স্কট)।