তখন তিনি তোমাদেরকে আশ্রয় দিয়েছেন এবং স্বীয় সাহায্য দ্বারা শক্তি দান করেছেন এবং পবিত্র বস্তুসমূহ তোমাদেরকে জীবিকারূপে প্রদান করেছেন।
– আলকোরানের বঙ্গানুবাদ (৮ ঃ ২৬) সূরা আল–আন্ফাল।
যে ব্যক্তি রাত্রিকালে সূরা ‘দোখান’ পাঠ করে এবং প্রভাতে শয্যাত্যাগ করে, তাহার জন্য ৭০ হাজার ফেরেস্তা ক্ষমা প্রার্থনা করে।
– আল হাদীস (তিরমিজী)।
নীতিবোধ নিয়ে কেউ জন্মায় না, নীতিবোধ দিনে দিনে তৈরি হয়।
– জর্জ ওয়াশিংটন।