এরাই প্রকৃত মুসলমান! তাদের জন্য মর্যাদাসমূহ রয়েছে তাদের রবের নিকট, আর রয়েছে ক্ষমা এবং সম্মানের জীবিকা।
–আলকোরানের বঙ্গানুবাদ (৮ ঃ ০৪) সূরা আল–আন্ফাল।
জুমার রাত্রি সর্বাপেক্ষা উজ্জ্বল এবং দিবস সর্বাপেক্ষা দীপ্তিময়।
–আল হাদীস (বায়হাকী)।
পোশাক পরিচ্ছদ হচ্ছে মানুষের মনের দর্পন।
– জুলিয়াস।