ঈমানদার তারাই যে, যখন আল্লাহকে স্মরণ করা হয় তখন তাদের হৃদয় প্রকম্পিত হয় এবং যখন তাদের নিকট তাঁর আয়াত সমূহ পাঠ করা হয় তখন তাদের ঈমানের উন্নতি হয় এবং নিজেদের রবের উপরই নির্ভর করে।
–আলকোরানের বঙ্গানুবাদ (৮ ঃ ০২) সূরা আল–আন্ফাল।
মৃত ব্যক্তিদিগকে মন্দ বলিও না, কেননা তাহারা যাহা করিয়াছে তাহার প্রতিফলন তাহারা পাইয়াছে।
–আল হাদীস (বোখারী)।
কথা এবং সততাই চরিত্রের মেরুদণ্ড।
– স্কাইলস।