সুতরাং আল্লাহ্কে ভয় করো এবং পরস্পরের মধ্যে সদ্ভাব রাখো আর আল্লাহ্ ও রসূলের নির্দেশ পালন করো, যদি ঈমান রাখো।
–আলকোরানের বঙ্গানুবাদ (৭ ঃ ০১) সূরা আল–আন্ফাল।
যাহার অঙ্গীকার বজায় না থাকে, তাহার দ্বীন পূর্ণ হয় নাই।
–আল হাদীস (বায়হাকী)।
ভালো লোকদের সঙ্গে সম্পর্ক কর এবং তুমি তাদের একজন হয়ে যাবে।
– সাভোন্টিস।