নিশ্চয় ওই সব লোক, যারা তাক্বওয়ার অধিকারী হয়, যখনই তাদেরকে কোন শয়তানী খেয়ালের ছোঁয়া স্পর্শ করে, তখন তারা সাবধান হয়ে যায়, তৎক্ষণাৎ তাদের চোখ খুলে যায়।
আলকোরানের বঙ্গানুবাদ (৭: ২০১) সূরা আল–আ’রাফ।
আল্লাহকে ভয় করা শ্রেষ্ঠতম জ্ঞানের পরিচায়ক।
আলহাদীস (ছগির)
জীবন মানেই অনিশ্চিত ভ্রমণ।
শেক্সপিয়র