কিংবা তাদের কি কান আছে, ‘যা দিয়ে তারা শোনে? আপনি বলুন, ‘তোমরা তোমাদের শরীকদের ডাকো আর (তখন) আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করো এবং আমাকে অবকাশ দিও না।
–আলকোরানের বঙ্গানুবাদ (৭ ঃ ১৯৫) সূরা আল–আ’রাফ
প্রত্যেক জিনিসের সৌন্দর্য আছে। কোরান শরীফের সৌন্দর্য সুরা “আররাহমান”।
–আল হাদীস (বায়হাকী)।
যে দীর্ঘ সময় ঘুমাতে পারে, সেই সবচেয়ে সুখী।
– এ, ই হাউসম্যান।