অতঃপর যখন পুরুষ তাকে ছেয়ে ফেলেছে, তখন সে এক লঘু গর্ভধারণ করেছে এবং সেটা নিয়েই চলাফেরা করেছে।
– আলকোরানের বঙ্গানুবাদ (৭ঃ১৮৯) সূরা আল–আ’রাফ।
ন্যায় বিচারক এবং আলেম সম্মানিত আসন পাইবার যোগ্য।
– আল–হাদীস (ছগির)
ধৈর্য ও হচ্ছে যে কোন রোগমুক্তির অন্যতম পদক্ষেপ।
– প্যাট্রিক হ্যারি।