আল্লাহ যাকে বিপথগামী করেন, আর কোন পথ প্রদর্শনকারী নেই এবং তাদেরকে ছেড়ে দেন যেন তারা নিজেদের অবাধ্যতার মধ্যে উদভ্রান্ত হয়ে ঘুরে বেড়ায়।
–আলকোরানের বঙ্গানুবাদ (৭ ঃ ১৮৬) সূরা আল–আ’রাফ
কিয়ামতের দিন মুমীনের দান তাহার জন্য ছায়া হইবে।
–আল হাদীস (আহমাদ)।
দুষ্ট লোকেরা তাদের গড়া নরকেই বাস করে।
– টমাস ফুলার।