কিংবা তোমরা যেন একথা না বলো– ‘শির্ক তো পূর্বে আমাদের পূর্ব–পুরুষগণ করেছে, আর আমরা তো তাদের পরবর্তী বংশধর ছিলাম।
– আল–কুরআনের বঙ্গানুবাদ (৭:১৭৩) সূরা আল–আ’রাফ।
সন্তানকে আদব শিক্ষা দেওয়া ভিক্ষুককে এক বস্তা আটা দান করার চেয়ে অধিকতর পূণ্যজনক।
– আল–হাদীস (তিরমিজী)।
একজন ক্ষুধার্ত মানুষ স্বাভাবিকভাবেই একজন রাগান্বিত মানুষ।
– (জেমস হোওয়েব)।