আমি কি তোমাদের রব নই? সবাই বললো, ‘কেন নন? (নিশ্চয়) আমরা সাক্ষী হলাম। (এ স্বীকৃতি গ্রহণ এ জন্য) যে, তোমরা যেন ক্বিয়ামতের দিন না বলো “আমরা তো সে বিষয়ে অবগত ছিলাম না;
– আল–কুরআনের বঙ্গানুবাদ (৭:১৭২) সূরা আল–আ’রাফ।
নামাজ ব্যতীত ইসলাম হয় না এবং ওজু ব্যতীত নামাজ হয় না।
– আল–হাদীস (হাকেম)।
ক্ষতিপূরণ আর যাই দিক সুখ দিতে পারেনা।
– জন ম্যান্সফ্লিড।