তিনি তাদেরকে সৎকর্মের নির্দেশ দেবেন আর পবিত্র বস্তুগুলো তাদের জন্য হালাল করবেন এবং অপবিত্র বস্তুসমূহ তাদের উপর হারাম করবেন।
– আল–কুরআনের বঙ্গানুবাদ (৭:১৫৭) সূরা আল–আ’রাফ।
মানুষ স্বভাবতই হারাম বস্তুর উপর অধিকতর লোভী হইয়া থাকে।
– আল–হাদীস (ছগির)।
অর্থ ও যশ মানুষের জীবনের সব নয়।
– স্কট।