এবং যখন মূসার ক্রোধ প্রশমিত হলো তখন তিনি ফলকগুলো তুলে নিলেন আর সেগুলোর লিখিত বিষয়াদির মধ্যে হিদায়াত ও রহমত রয়েছে ওইসব লোকের জন্য, যারা আপন রবকে ভয় করে।
– আল–কুরআনের বঙ্গানুবাদ (৭:১৫৪) সূরা আল–আ’রাফ।
হত্যাকারীর ফরজ নফল কোন এবাদতই আল্লাহর দরবারে কবুল হয় না।
– আল–হাদিস (তিরমিজী)।
উদ্যোগী হয়ে কোন কাজ না করলে কাজের সুফল পাওয়া যায় না।
– মার্ক টোয়াইন।