যা’কে আমি বরকত রেখেছি; এবং তোমার রবের উত্তম প্রতিশ্রুতি বনী–ইসরাঈলের উপর পূর্ণ হয়েছে; তাদের ধৈর্যের প্রতিদান স্বরূপ;
– আল–কুরআনের বঙ্গানুবাদ (৭:১৩৭) সূরা আল–আ’রাফ।
দারিদ্র্য মানুষের নিকট হেয়, কিন্তু আল্লাহ্র নিকট প্রশংসনীয়।
– আল–হাদিস (ছগির)।
মেঘ যদি না থাকত তবে আমরা রোদ্রকে উপভোগ করতে পারতাম না।
– জন রে।