(সে) বললো, ‘এখন আমরা তাদের পুত্রদেরকে হত্যা করবো এবং তাদের কন্যাদেরকে জীবিত রাখবো। আর আমরা নিশ্চয় তাদের উপর প্রতাপশালী।
– আল–কুরআনের বঙ্গানুবাদ (৭:১২৭) সূরা আল–আ’রাফ।
সুরা ফাতেহাতে প্রত্যেক রোগের নিরাময় আছে।
– আল–হাদিস (বায়হাকী)।
উৎকৃষ্ট খাবারের সঙ্গে উৎকৃষ্ট বন্ধু প্রয়োজন।
– এমিলি ডিকেন।