আমার জন্য এটাই শোভা পায় যে, আল্লাহ সম্বন্ধে শুধু সত্য কথাই বলবো। আমি তোমাদের সবার নিকট তোমাদের রবের পক্ষ থেকে নিদর্শন নিয়ে এসেছি, সুতরাং বনী ইস্রাইলকে আমার সাথে ছেড়ে দাও।
– আল–কোরানের বঙ্গানুবাদ (৭ : ১০৫) সূরা আল–আ’রাফ।
যাহার ওজু ভঙ্গ হইয়াছে সে পুনরায় ওজু না করা পর্যন্ত তাহার নামাজ কবুল হইবে না।
– আল হাদীস (বোখারী, মোসলেম)।
একজন পীড়িত ব্যক্তি তার রোগের কথা ছাড়া আর কিছু বলতে ভালোবাসে না।
– স্যামুয়েল জনসন।