৭৮৬

| মঙ্গলবার , ১১ ফেব্রুয়ারি, ২০২৫ at ১০:৩৪ পূর্বাহ্ণ

অতঃপর আমি মুসাকে তাদের পর আমার নিদর্শনসমূহ সহকারে ফির’আউন ও তার রাজন্যবর্গের প্রতি প্রেরণ করেছি, অতঃপর তারা সেই নিদর্শনগুলোর প্রতি অবিচার করেছে। সুতরাং দেখো, কী পরিণাম হয়েছে ফ্যাসাদকারীদের!

আলকোরানের বঙ্গানুবাদ (: ১০৩) সূরা আলআ’রাফ।

নিশ্চয় আল্লাহ্‌ তোমাদের আকৃতি বা সম্পত্তি দেখিবেন না, তিনি তোমাদের অন্তর ও কার্য পরীক্ষা করিবেন।

আল হাদীস (মোসলেম)

আমরা বেশীরভাগ ক্ষেত্রে প্রশংসা পাওয়ার জন্যই প্রশংসা করে থাকি।

উইলিয়াম পেন।

পূর্ববর্তী নিবন্ধসহিংসতা যেন না হয় সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে
পরবর্তী নিবন্ধটিসিবির পণ্য বিক্রি কার্যক্রম বছরব্যাপী চালু রাখা প্রয়োজন