তারা কি আল্লাহর গোপন ব্যবস্থাপনা সম্পর্কে বে–খবর হয়ে রয়েছে? সুতরাং আল্লাহর গোপন ব্যবস্থাপনা থেকে কেউ নির্ভীক হয় না, কিন্তু হয় ক্ষতিগ্রস্তরা
আল কোরানের বঙ্গানুবাদ (৭ :৯৯) সূরা আল–আ’রাফ।
আল্লাহর প্রিয় বান্দাদের প্রসঙ্গ আলোচনাকালে আল্লাহর রহমত নাজেল হয়।
– আল হাদীস (ছগির)।
পরিশ্রমের পরে যেটুকু বিশ্রাম পাওয়া যায় সেটুকুই পরিশ্রমের পুরস্কারস্বরূপ
– জন রে।