এবং যদি তোমাদের মধ্যে একটা দল সেটার উপর ঈমান আনে, যা নিয়ে আমাকে প্রেরণ করা হয়েছে, আর একটা দল তা মানেনি।
– আলকোরানের বঙ্গানুবাদ (৭.৮৭) সূরা আল–আ’রাফ।
আল্লাহর ক্ষমা তোমার পাপের চেয়ে বড়।
– আল হাদীস (ছগির)।
এমন লোককেই বিশ্বাস করবে, যার কাছে প্রতারিত হবার আশা নেই।
– (বেন জনসন)।