এবং প্রত্যেক পথের উপর এভাবে বসো না যে, পথিকদেরকে ভয় প্রদর্শন করবে, আল্লাহর পথে তাদেরকে বাধা দেবে যারা তাঁর উপর ঈমান এনেছে এবং সেটার মধ্যে বক্রতা অনুসন্ধান করবে।
–আলকোরানের বঙ্গানুবাদ (৭ : ৮৬) সূরা আল–আরাফ।
রাগ করিওনা, কেননা উহা বিপদের সৃষ্টি করে।
– আল হাদীস (ছগির)।
সব সমস্যার প্রতিকার হচ্ছে ধৈর্য চেষ্টা।
– প্লুটাস।