এবং আমাদের পূর্বপুরুষগণ যাদের ইবাদত করতো তাদেরকে ছেড়ে দেবো? সুতরাং নিয়ে এসো (যেটা) যার প্রতিশ্রুতি আমাদেরকে দিচ্ছো, যদি তুমি সত্যবাদী হও।
– আল–কুরআনের বঙ্গানুবাদ (৭:৭০) সূরা আল আ’রাফ।
মানুষ স্বভাবত হারাম বস্তুর প্রতি অধিকতর লোভী হইয়া থাকে।
– আল–হাদিস (ছগির)।
আনন্দের চেয়ে দুঃখের বন্ধন দৃঢ়তর।
– (রবীন্দ্রনাথ ঠাকুর)।