নিশ্চয় আমি নূহকে তাঁর সম্প্রদায়ের প্রতি প্রেরণ করেছি, অতঃপর সে বললো ‘হে আমার সম্প্রদায়! আল্লাহর ইবাদত করো,
– আল–কোরানের বঙ্গানুবাদ (৭:৫৯) সূরা আল আ’রাফ।
তোমরা মিথ্যা হইতে দূরে থাক, যেহেতু মিথ্যা মানুষকে পাপে পূর্ণ করিয়া দোজখে নিক্ষেপ করে।
– আল–হাদীস (ইবনে হাব্বান)।
প্রতিদিন আমাদের এমনভাবে কাটান উচিত যেন আজই যেন জীবনের শেষ দিন।
– সেনেকা।