একদলকে তিনি সৎপথ প্রদর্শন করেছেন এবং একদলের ভ্রান্তি প্রমাণিত হয়েছে। তারা আল্লাহকে ছেড়ে শয়তানদেরকে তাদের অভিভাবক করেছে আর তারা এটা প্রমাণ করে যে, তারা সৎপথে রয়েছে।
– আল–কোরানের বঙ্গানুবাদ (৭ : ৩০) সূরা আল–আ’রাফ।
যে আল্লাহর সন্তুষ্টির জন্য সুরা ইয়াছিন পাঠ করে তাহার অতীত পাপ মার্জনা করা হয়। অতএব মুমূর্ষ লোকদের নিকট উহা পাঠ কর।
– আল–হাদিস (বায়হাকী)।
প্রফুল্লতাই স্বাস্থ্য আর এর বিপরীত হল বিষাদ, যার অর্থ অসুস্থতা।
– হিলি বার্টন।