এবং এতিমদের সম্পত্তির নিকটে যেওনা, কিন্তু (যাবে) খুব উত্তম পন্থায় যে পর্যন্ত সে যৌবনে উপনীত হয়;
– আল–কোরানের বঙ্গানুবাদ (৬:১৫২) সূরা আন্ ‘আম।
যখন তোমরা অতিরিক্ত প্রশংসাকারীগণকে দেখিতে পাও, তখন তোমরা তাহাদের মুখে ধুলি নিক্ষেপ কর।
– আল–হাদিস (মোসলেম)।
অসতর্ক জ্ঞানের অভাবের চেয়ে ক্ষতিকর।
– টলস্টর।