যাদেরকে তোমরা নিজেদের মধ্যে শরীক মনে করতে। নিশ্চয় তোমাদের পরস্পরের মধ্যেকার সম্পর্কের রশি কেটে গেছে এবং তোমাদের নিকট থেকে বিলুপ্ত হয়ে গেছে যা দাবী করছিলে।
– আল–কোরানের বঙ্গানুবাদ (৬:৯৪) সূরা আন্ ‘আম।
যে ব্যক্তি রমজানের রোজা রাখার পর শওয়ালের ছয়টি রোজা রাখে, উহা তাহার জন্য সমস্ত বৎসর রোজা রাখার সমতুল্য হয়।
– আল–হাদিস (মোসলেম)।
প্রতাপশালী লোককে সবাই ভয় পায় কিন্তু শ্রদ্ধা করে না।
– জন।