কিন্তু এমতাবস্থায় যে, তারা প্রকাশ্য ব্যভিচারে লিপ্ত হয়ে যায় এবং তাদের সাথে সৎভাবে জীবন যাপন করো।
– আল-কোরানের বঙ্গানুবাদ (৪:১৯) সূরা নিসা।
যে ব্যক্তি আপন নামাজ, রোজা, ছদকা প্রভৃতি শুধু মানুষকে দেখানোর উদ্দেশ্যে করিবে, সে মোশরেক হইয়া যাইবে।
– আল-হাদিস (তিরমিজী)।
প্রতিটি বয়সের একটি নিজস্ব আনন্দ আছে এবং এর ভঙ্গি, পথ ও ভিন্ন ধরনের।
– টনসন।