৭১ যাত্রী নিয়ে চাকা খুলে যাওয়া বিমানের শাহজালালে নিরাপদে অবতরণ

| শুক্রবার , ১৬ মে, ২০২৫ at ৩:১১ অপরাহ্ণ

কক্সবাজার বিমানবন্দর থেকে ছেড়ে আসা ঢাকাগামী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের চাকা খুলে যাওয়ার ঘটনা ঘটেছে। তবে বিমানটি নিরাপদে ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেছে।

শুক্রবার (১৬ মে) দুপুর আড়াইটার পর বিমানটি ঢাকায় অবতরণ করে। বিমানবন্দরের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

এদিকে, এ ঘটনায় বিমানবন্দরের রানওয়ে সাময়িক সময়ের জন্য বন্ধ রাখা হয়েছে। পাশাপাশি অ‍্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের গাড়িও সেখানে রাখা হয়েছে।

জানা গেছে, বাংলাদেশ বিমানের ৪৩৬-৪ ফ্লাইটটি শুক্রবার দুপুর ১টা ২০ মিনিটে কক্সবাজার বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। উড্ডয়নের সময় বিমানের একটি চাকা খুলে পড়ে যায়। বিমানটিতে ৭১ জন যাত্রী ছিল।

পূর্ববর্তী নিবন্ধকক্সবাজার থেকে উড্ডয়নের পর খুলে পড়ল বিমানের চাকা
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ডে কানে হেডফোন লাগিয়ে কথা বলতে গিয়ে ট্রেনের নিচে কিশোর