৭০০ পর্যটক নিয়ে ডুবোচরে কিছুক্ষণ আটকা ছিল জাহাজ

টেকনাফ প্রতিনিধি | সোমবার , ২৩ অক্টোবর, ২০২৩ at ৮:৩১ পূর্বাহ্ণ

সেন্টমার্টিন থেকে টেকনাফে ফেরার পথে পর্যটকবাহী জাহাজ ‘বার আউলিয়া’ সাগরে ইঞ্জিন বিকল হয়ে আটকা পড়েছিল। জাহাজটিতে প্রায় ৭০০ পর্যটক ছিল বলে জানা গেছে। গতকাল রবিবার বিকেল সাড়ে ৩ টার দিকে সেন্টমার্টিন থেকে ফেরার সময় শাহপরীর দ্বীপের কাছাকাছি পৌঁছালে নাফনদী ও সাগরের মোহনার ডুবোচরে জাহাজটি আটকা পড়ে। এর আগে জাহাজটি যাত্রী নিয়ে দুপুর সাড়ে ১২টার দিকে সেন্টমার্টিনে পৌঁছায়।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) টেকনাফ অঞ্চলের ট্রাফিক সুপারভাইজার জহির উদ্দিন ভূঁইয়া বলেন, ‘সেন্টমার্টিন থেকে টেকনাফে ফেরার পথে পর্যটকবাহী জাহাজ বার আউলিয়া ইঞ্জিন বিকল হয়ে কিছুক্ষণ আটকা ছিল। পরে এক ইঞ্জিন নিয়ে টেকনাফে ফিরে আসে। এর আগে সকালে কেয়ারি ক্রুজ অ্যান্ড ডাইন পর্যটকবাহী জাহাজও ইঞ্জিন সমস্যার কারণে সেন্টমার্টিনে আধাঘণ্টা দেরিতে পৌঁছায়।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আদনান চৌধুরী বলেন, ‘জাহাজটি আটকা পড়ার পর আবার ফিরে এসেছে।’

পূর্ববর্তী নিবন্ধ২৮ অক্টোবর সমাবেশ করবে আওয়ামী লীগও
পরবর্তী নিবন্ধ৬৬০ মেগাওয়াটের দুটি ইউনিটই পুরোদমে বিদ্যুৎ উৎপাদনে প্রস্তুত