৭ শিক্ষকের বদলির আদেশ হাইকোর্টে স্থগিত

পটিয়ায় একযোগে ১৭ শিক্ষকের বদলি

পটিয়া প্রতিনিধি | শুক্রবার , ৭ জুলাই, ২০২৩ at ৫:৫১ পূর্বাহ্ণ

পটিয়া পৌরসভার শশাংকমালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৭ শিক্ষকের বদলির আদেশ স্থগিত করেছে হাইকোর্ট। এর আগে বিগত ১৩ জুন প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের এক বদলির আদেশে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ ১৭ জন শিক্ষককে বিভিন্ন বিদ্যালয়ে বদলি করা হয়। এ আদেশকে চ্যালেঞ্জ করে ৭ জন শিক্ষক হাইকোর্টে রিট পিটিশন দায়ের করেন। হাইকোর্টের বিচারপতি সরদার মোহাম্মদ রশিদ জাহাঙ্গীর ও বিচারপতি মোহাম্মদ বজলুর রহমানের বেঞ্চ গত ১৩ জুন প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের বদলির আদেশকে অবৈধ ঘোষণা করে রুলনিশি জারি করে বদলির আদেশ স্থগিত করেন।

জানা যায়, পটিয়া পৌরসভার শশাংকমালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হারুন রশিদ ও কতিপয় সহকারী শিক্ষকের মধ্যে বিরোধ চলে আসছিল। বিষয়টি নিয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর তদন্ত করে তার সত্যতা পায়। এর প্রেক্ষিতে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বিদ্যালয়ের ১৭ জন শিক্ষককে বদলির জন্য সুপারিশ করেন। উক্ত সুপারিশক্রমে প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক কর্তৃক স্বাক্ষরিত গত ১৩ জুন ১৭ শিক্ষককে বদলির আদেশ দেন। এতে ১০ শিক্ষক বদলিকৃত বিদ্যালয়ে যোগদান করলেও ৭ জন শিক্ষক তাদের বদলিকৃত স্থানে যোগদান না করে হাইকোর্টে রিট পিটিশন দায়ের করেন। হাইকোর্টে রিটপিটিশন দায়েরকারী শিক্ষকদের মধ্যে রয়েছেন মৌসুমি দেব, সুমন দাশ, আকতার জাহান চৌধুরী, আকলিমা বেগম, মোহাম্মদ নাছির উদ্দিন, তাহমিনা আকতার ও শর্মিলা দাশ।

জানতে চাইলে পটিয়া উপজেলা শিক্ষা অফিসার আবু আহমেদ বলেন, এ সংক্রান্ত একটি চিঠি পেয়েছি। আইনি দিক বিবেচনা করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধটেকনাফ বার্মিজ মার্কেটে আগুন পুড়ল দেড় শতাধিক দোকান
পরবর্তী নিবন্ধখালেদ মোশাররফ হায়দার ও হুদা হত্যার তদন্তে সিআইডি