বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ। এটি এখন বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য। এই ভাষণের আন্তর্জাতিক স্বীকৃতি সমগ্র বাঙালি জাতির জন্য গৌরব ও আনন্দের। একে উপজীব্য করে বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্র নির্মাণ করেছে টেলিফিল্ম ‘মহাকাব্য’। এটি রচনা করেছেন সৌম্য, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন অরিন্দম মুখার্জী বিংকু, চিত্রগ্রহণ করেছেন হাসিবুল। অভিনয় করেছেন মিরন, বৃষ্টি, বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের বার্তা প্রধান মো. মাইন উদ্দিন, অ্যাড. সৈকত, আমজাদ আলী খন্দকার, এম এ মবিনসহ আরো অনেকে। টেলিফিল্মটি বিটিভি চট্টগ্রাম কেন্দ্র থেকে প্রচারিত হবে আজ ৭ মার্চ ইংরেজি সংবাদ বুলেটিনের পর রাত ৯টায়। প্রেস বিজ্ঞপ্তি।