৭ বছর পর সম্মেলন, উজ্জীবিত রাঙ্গুনিয়া উপজেলা যুবলীগ

রাঙ্গুনিয়া প্রতিনিধি | বুধবার , ৬ সেপ্টেম্বর, ২০২৩ at ৫:১১ পূর্বাহ্ণ

প্রায় ৭ বছর পর রাঙ্গুনিয়া উপজেলা যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ২৩ সেপ্টেম্বর সম্মেলনের সম্ভাব্য তারিখ নির্ধারিত হয়েছে। সম্মেলনকে ঘিরে রাঙ্গুনিয়ায় যুবলীগ উজ্জীবিত, নেতৃবৃন্দের মাঝে প্রাণচাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ব্যানারফেস্টুন ছেয়ে গেছে রাস্তাঘাট

জানা যায়, রাঙ্গুনিয়ায় ২০১৭ সালের ২৯ এপ্রিল সর্বশেষ উপজেলা যুবলীগের সম্মেলন হয়েছিল। তিন বছরের জন্য এই কমিটি গঠিত হলেও দীর্ঘ প্রায় ৭ বছরেও আর সম্মেলন হয়নি। তবে এবার কেন্দ্রের কড়া নির্দেশে ঘোষিত সময়ের মধ্যে সম্মেলন করার ব্যাপারে অনড় অবস্থানের কথা জানিয়েছেন উত্তর জেলা যুবলীগের দায়িত্বশীলরা। উত্তর জেলা যুবলীগের সভাপতি এসএম রাশেদুল আলম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজাহানের যৌথ স্বাক্ষরিত এই সংক্রান্ত একটি চিঠি দেয়া হয়। যেখানে নির্ধারিত সময়ের মধ্যে উপজেলা যুবলীগের সম্মেলন করতে ব্যর্থ হলে যুবলীগের কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী উত্তর জেলা যুবলীগ গঠনতন্ত্র মোতাবেক সিদ্ধান্ত গ্রহণ করবে বলে উল্লেখ করা হয়।

এদিকে আগামী ২৩ সেপ্টেম্বর উপজেলা যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যেও ব্যাপক উৎসাহউদ্দীপনা শুরু হয়েছে। সভাপতি ও সাধারণ সম্পাদক পদে কারা আসছেন তা নিয়ে কর্মীসমর্থকদের মধ্যে নানা হিসাবনিকাশ চলছে। সম্ভাব্য সভাপতিসম্পাদকদের ব্যানারে ব্যানারে ছেয়ে গেছে রাঙ্গুনিয়ার রাস্তাঘাট ও পথপ্রান্তর। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজ নিজ নেতার পক্ষে প্রচারণা চালাচ্ছেন অনেকে। ইউনিয়ন থেকে শুরু করে জেলা পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে আলোচনা হচ্ছে নতুন ও পুরাতন নেতাদের কর্মকীর্তি নিয়ে। রাঙ্গুনিয়ার রাজনৈতিক অঙ্গনে তৃনমূল পযার্য়ে, মাঠেঘাটে, চায়ের দোকানে সম্মেলনের আমেজ দেখা দিয়েছে। কারা হচ্ছেন আগামী যুবলীগের কর্ণধার তা নিয়ে চলছে আলোচনা। সম্ভাব্য প্রার্থীদের তালিকায় বর্তমান দায়িত্বশীলদের পাশাপাশি নাম শুনা যাচ্ছে সাবেক একাধিক ছাত্রলীগ নেতাদেরও। তবে পরিচ্ছন্ন ও সাংগঠনিক নেতৃবৃন্দদের উপজেলা যুবলীগের নেতৃত্বে আনার দাবি তৃণমূল নেতৃবৃন্দের।

সম্মেলনের ব্যাপারে জানতে চাইলে উত্তর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজাহান বলেন, সম্মেলন একটি সংগঠনের সাংগঠনিক প্রক্রিয়া। এটির মাধ্যমে একদিকে যেমন নতুন নেতৃত্ব সৃষ্টি হয় এবং অন্যদিকে সংগঠনকে গতিশীল করতে ভূমিকা রাখে। রাঙ্গুনিয়াসহ চট্টগ্রামের অন্যান্য উপজেলার মেয়াদ উত্তীর্ণ কমিটির সম্মেলন সাংগঠনিক নিয়ম অনুসারে যথাসময়ে হবে বলে বলে তিনি জানান।

পূর্ববর্তী নিবন্ধহাসিনা-মোদি বৈঠক ৮ সেপ্টেম্বর সন্ধ্যায়
পরবর্তী নিবন্ধ২০ বছর ধরে অপরাধ করেও ছিল ধরাছোঁয়ার বাইরে