চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) উচ্চতর স্কেল, যোগ্যতা অনুযায়ী ছেলেমেয়েদের চাকুরি প্রদানসহ ৭ দফা দাবি আদায়ে মানববন্ধন করেছে চবি কর্মচারী ইউনিয়ন। গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এই মানববন্ধন করেন কর্মচারী ইউনিয়নের নেতৃবৃন্দ। আগামী সিন্ডিকেট সভায় তাদের দাবিগুলো মেনে না নিলে আগামী ২৭ তারিখ ২ ঘন্টার জন্য কর্মবিরতিতে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা। মানববন্ধনে উপস্থিত ছিলেন কর্মচারী ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আলীহোসাইন ও সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন। এতে সংহতি প্রকাশ করেন চবি অফিসার সমিতির সাধারণ সম্পাদক হামিদ হাসান নোমানী।