৭ জুলাইয়ের বাস টিকিট প্রথম দিনই শেষ

ঈদযাত্রা

| শনিবার , ২৫ জুন, ২০২২ at ১০:৩৬ পূর্বাহ্ণ

কোরবানির ঈদ সামনে রেখে ঢাকার গাবতলী ও আশপাশের এলাকার বাস কাউন্টারগুলো থেকে অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। গতকাল শুক্রবার কাউন্টারগুলোতে টিকিট প্রত্যাশীদের তেমন ভিড় দেখা না গেলেও ৭ জুলাইয়ের টিকিট প্রথম দিনই শেষ হয়ে গেছে বলে কাউন্টারকর্মীদের ভাষ্য।

আগামী ১০ জুলাই বাংলাদেশে ঈদ হবে ধরে নিয়ে ঈদযাত্রার বাসের অগ্রিম টিকেট বিক্রি করা হচ্ছে। তার আগের দুদিন পড়েছে শুক্র ও শনিবার। ফলে ঈদের আগে শেষ কর্মদিবস থাকছে ৭ জুলাই, সেদিন বিকাল থেকেই যাত্রীদের চাপ শুরু হবে। খবর বিডিনিউজের।

কল্যাণপুরের শ্যামলী এসপি পরিবহনের কাউন্টারে টিকিটের জন্য আসা একটি ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি জাকির হাসান জানান, ৭ জুলাই রাতে নওগাঁ যাওয়ার টিকেট কিনতে চেয়েছিলেন তিনি।

কিন্তু কাউন্টার বা অনলাইনে টিকেট পাননি। টিকেট নাই বলছে। অনলাইনেও টিকেট কেনার চেষ্টা করছি। কিন্তু পাচ্ছি না। ঈদের আগে অনেক সময় টিকেট পাওয়া যায় সেই আশায় আছি। জয়পুরহাটগামী বাসের টিকেট নিতে আসা শাহরিয়ার হোসেন ৭ জুলাইয়ের টিকেট কিনতে চাইলেও তাকে কাউন্টার থেকে বলে দেওয়া হয়েছে টিকিট নেই।

টিকিট আটকে রেখে পরে বেশি দামে বিক্রির পাঁয়তারা হচ্ছে কি না- সেই প্রশ্ন তুলে শাহরিয়ার বলেন, তারা এটা সব সময়ই বলে।

পূর্ববর্তী নিবন্ধটেকনাফে বন্দুকসহ ২ রোহিঙ্গা ডাকাত গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধনাইক্ষ্যংছড়িতে বিদেশি সিগারেটসহ একজন আটক