বাঁশখালী থানা পুলিশ গতকাল বুধবার দুপুরে অভিযান চালিয়ে চোরাইকৃত ৭টি সিএনজিচালিত টেক্সি উদ্ধার ও চোর সিন্ডিকেটের ২ সদস্যকে গ্রেপ্তার করেছে।
জানা যায়, গত ১৪ জুন বাঁশখালী থানায় একটি টেক্সি চুরির মামলা হয়। মামলায় গ্রেপ্তার আসামি মহিউদ্দিন (৩০) ও জিয়াউর রহমান (২৭), আদালতে জবানবন্দিতে চুরির তথ্য প্রদান করে। এর প্রেক্ষিতে গতকাল দুপুরে চট্টগ্রামে অভিযান পরিচালনা করে বায়েজিদ এলাকার মোরশেদ আলমের পুত্র মো. পারভেজ মোশারফ (২৪) ও মীরসরাই উপজেলার মধ্যম ওয়াহেদপুর এলাকার মৃত সিরাজুল ইসলামের পুত্র মো. আলী আজগরকে (৪০) গ্রেপ্তার করে বাঁশখালী থানা পুলিশ। পরে তাদের দেওয়া তথ্য মতে চোরাইকৃত ৭টি টেক্সি সীতাকুণ্ডের বারবকুণ্ড থেকে উদ্ধার করা হয়।
বাঁশখালী থানার ওসি কামাল উদ্দিন বলেন, সিএনজি চুরির ঘটনায় মামলা হলে পুলিশ তদন্তে নামে। তাতে প্রথমে মহিউদ্দিন ও জিয়াউর রহমানকে গ্রেপ্তার করলে আদালতে তাদের জবানবন্দি মূলে চট্টগ্রামে অভিযান চালিয়ে মোশারফ ও আজগরকে গ্রেপ্তার করে তাদের দেওয়া তথ্যমতে ৭টি সিএনজি উদ্ধার করে বাঁশখালী নিয়ে আসা হয়। গ্রেপ্তারদের আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হবে বলে তিনি জানান।