৭ ঘণ্টা পর শাহজালালে ফ্লাইট ওঠানামা শুরু

| মঙ্গলবার , ৬ আগস্ট, ২০২৪ at ৭:০২ পূর্বাহ্ণ

প্রায় ৭ ঘণ্টা বন্ধ থাকার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা শুরু হয়েছে এবং আটকে থাকা কিছু ফ্লাইট বিলম্বে ছাড়ছে। রাত সোয়া ১২টায় শাহজালালের কাস্টমার কেয়ার প্রতিনিধি প্রান্ত ইসলাম এমন তথ্য দিয়েছেন। তিনি বলেন, এই মুহূর্তে বিমানবন্দরের সকল কার্যক্রম স্বাভাবিক রয়েছে। তবে আটকে থাকা কিছু ফ্লাইট ডিলে হয়েছে। খবর বিডিনিউজের।

বেসরকারি এয়ারলাইন্স ইউএসবাংলার জনসংযোগ শাখার মহাব্যবস্থাপক কামরুল ইসলাম বলেন, রাত ১১টার পর থেকেই আমাদের আটকে থাকা ফ্লাইটগুলো ওঠানামা করতে শুরু করেছে বলে জানতে পেরেছি।

এর আগে বিকাল ৫টার দিকে বিমানবন্দরের কার্যক্রম বন্ধের ঘোষণা আসে বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলামের তরফ থেকে। এরপর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতেও ঘণ্টা বিমানবন্দর বন্ধ থাকার বিষয়টি জানানো হয়।

জুলাইয়ের প্রথম সপ্তাহ থেকে শুরু হওয়া কোটা সংস্কার আন্দোলন রূপ নেয় সরকার পতনের এক দফায়। অসহযোগের পর ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচির দিন গতকাল দুপুরে পতন হয় শেখ হাসিনার।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ করেছে ভারত
পরবর্তী নিবন্ধকক্সবাজার সদর থানায় হামলা-লুটপাট