দ. আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষে ওয়ানডে সিরিজে দুর্দান্ত বোরিং করেছেন রাকিবুল হাসান। সে ধারা বজায় রাখলেন এই স্পিনার চারদিনের ম্যাচেও। চমৎকার বোলিংয়ে দক্ষিণ আফ্রিকা ইমার্জিংয়ের ব্যাটিং একাই গুঁড়িয়ে দিলেন বাঁহাতি স্পিনার। তবে বৃষ্টিবিঘ্নিত দিনে লিড নেওয়ার পর ব্যাটিংয়ের শুরুটা ভালো করতে পারেনি বাংলাদেশ ইমার্জিং দল। চট্টগ্রামে প্রথম চার দিনের ম্যাচে গতকাল বৃহস্পতিবার দ্বিতীয় ইনিংসে প্রোটিয়াদের ২৪৩ রানে গুটিয়ে দিয়ে ৬৫ রানের লিড পায় বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে স্বাগতিকরা ৫ রান তুলতেই হারায় দুই ওপেনারকে। দিনজুড়ে ছিল বৃষ্টির দাপট। টানা বৃষ্টি ও পরে ভেজা আউট ফিল্ডের কারণে দ্বিতীয় সেশনের মাঝামাঝিতে বন্ধ হয় খেলা। আর শুরু করা যায়নি। সব মিলিয়ে খেলা হয় মাত্র ৩৯.৪ ওভার। আগের দিনের ৩ উইকেটে ১৫৩ রান নিয়ে গতকাল বৃহস্পতিবারের তৃতীয় দিনের খেলা শুরু করে দ. আফ্রিকা। আর ৯০ রান করতে বাকি সব উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। এর মধ্যে রকিবুল একাই নেন ৬টি। সব মিলিয়ে এই স্পিনারের ঝুলিতে ৬৪ রানে ৭ উইকেট। আগের দিন দারুণ জুটি গড়া জর্জ ফন হিয়ারডিন ও রিচার্ড সেলেতসোয়ানে নতুন দিনেও ভালো শুরু করেন। প্রথম দশ ওভারে কোনো বিপদ ঘটতে দেননি দুই ব্যাটসম্যান। ৪ চারের সঙ্গে ১টি ছক্কায় ১০৫ বলে ফিফটি করেন ফন হিয়ারডিন। ১০৭ রানের চতুর্থ উইকেট জুটি ভাঙেন রকিবুল। অফ স্টাম্পের অনেক বাইরের বল ড্রাইভ করার চেষ্টায় কট বিহাইন্ড হন ৬৩ রান করা ফন হিয়ারডিন। সেলেতসোয়ানেও বাঁহাতি স্পিনারের অফ স্টাম্পের বাইরের বলে বড় শটের খোঁজে উইকেট ছুড়ে আসেন। ৩ চারে ১৪৬ বলে করেন ৪৩ রান। পরে আন্দিলে সিমেলানে ও ডিন ফরেস্টারও বেশিক্ষণ টিকতে পারেননি। অষ্টম উইকেট জুটিতে প্রতিরোধ গড়েন আন্দিলে মোগাকানে ও টিয়ান ফন ফুরেন। দুজন মিলে যোগ করেন ৪৬ রান। ফন ফুরেনকে ফিরিয়ে ৫ উইকেট পূর্ণ করেন রকিবুল। পরের ওভারে শেষ দুই উইকেটও নিয়ে নেন তরুণ স্পিনার। ৪ চারে ৬২ বলে ৪৩ রান করেন মোগাকানে। প্রোটিয়াদের আড়াইশর আগে অলআউট করার আনন্দের রেশ বেশিক্ষণ টেকেনি বাংলাদেশ ড্রেসিং রুমে। দ্বিতীয় ওভারে কট বিহাইন্ড হন আশিকুর রহমান। আগের ইনিংসে দারুণ সেঞ্চুরি করা ওপেনার এবার ফেরেন ১ রানে। দলের বিপদ আরও বাড়িয়ে পরের ওভারে ড্রেসিং রূপের পথ ধরেন আরেক ওপেনার চৌধুরি মোহাম্মদ রিজওয়ান। করেন ১৩ বলে ৪ রান। এরপর খেলা হয় আর মাত্র ২ বল। তখনই শুরু হয় বৃষ্টি। এরপর আর খেলা শুরু করা যায়নি।