৬৬০ মেগাওয়াটের দুটি ইউনিটই পুরোদমে বিদ্যুৎ উৎপাদনে প্রস্তুত

বাঁশখালীর এসএস পাওয়ার প্ল্যান্ট

বাঁশখালী প্রতিনিধি | সোমবার , ২৩ অক্টোবর, ২০২৩ at ৮:৩৬ পূর্বাহ্ণ

বাঁশখালীর গন্ডামারায় অবস্থিত ১৩২০ মেগাওয়াট কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্পের দুটি ইউনিট জাতীয় গ্রিডে পুরোদমে বিদ্যুৎ সরবরাহের জন্য প্রস্তুত রয়েছে। এসএস পাওয়ার প্ল্যান্টের উপপ্রকল্প পরিচালক (ইলেক্ট্রিক্যাল) প্রকৌশলী মো. ফয়জুর রহমান বলেন, গত ১৫ দিন ধরে আমাদের দ্বিতীয় ইউনিটের উৎপাদনের পরীক্ষানিরীক্ষা চলেছে। আজ (গতকাল রোববার) তা শেষ হয়েছে। বর্তমানে আমাদের এসএস পাওয়ার প্ল্যান্টের ৬৬০ মেগাওয়াট সক্ষমতার দুটি ইউনিটই পুরোদমে বিদ্যুৎ উৎপাদনে প্রস্তুত রয়েছে। তবে কর্তৃপক্ষের নির্দেশে একটি ইউনিট থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে বলে গতকাল সন্ধ্যায় তিনি এ প্রতিনিধিকে জানান। বর্তমানে পর্যাপ্ত কয়লাও মজুদ রয়েছে বলে তিনি জানিয়েছেন। তিনি বলেন, ডলার সংকটের কারণে এলসি খুলতে সমস্যা হলে কয়লা পেতেও সমস্যা হতে পারে। এসএস পাওয়ার প্ল্যান্টের ব্যবস্থাপনা পরিচালক মি. তান জিলিং সাংবাদিকদের বলেন, বর্তমানে দুটি ইউনিট জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহে সক্ষম।

কর্তৃপক্ষ জানায়, সরকারের সাথে চুক্তি মোতাবেক এসএস পাওয়ার প্ল্যান্ট আগামী ২৫ বছর ১ হাজার ২২৪ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করবে। চলতি বছরের ১৪ জানুয়ারি প্ল্যান্টটি জাতীয় গ্রিডের ৪০০ কেভি সঞ্চালন লাইনের সঙ্গে যুক্ত হয়। এরপর গত ২৪ মে থেকে জাতীয় গ্রিডে ১২০ মেগাওয়াট বিদ্যুৎ সরবারাহ শুরু করে।

এদিকে বাঁশখালীর সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী সম্প্রতি প্ল্যান্টটি পরিদর্শনকালে আগামী ২৮ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্ণফুলী টানেল উদ্বোধনের দিন এটি উদ্বোধন করার কথা রয়েছে বলে জানালেও এসএস পাওয়ার প্ল্যান্ট কর্তৃপক্ষ সে বিষয়টি নিশ্চিত করেনি।

পূর্ববর্তী নিবন্ধ৭০০ পর্যটক নিয়ে ডুবোচরে কিছুক্ষণ আটকা ছিল জাহাজ
পরবর্তী নিবন্ধপেনশন স্কিমের সোয়া ১১ কোটি টাকা ট্রেজারি বন্ডে বিনিয়োগ