৬৬তম সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি পেলেন প্রফেসর ইউনূস

| মঙ্গলবার , ২২ নভেম্বর, ২০২২ at ১০:৩৮ পূর্বাহ্ণ

পেরুর সিজার ভাল্লেও বিশ্ববিদ্যালয় সম্মানসূচক পিএইচডি ডিগ্রি প্রদান করলো নোবেল লরিয়েট প্রফেসর মুহাম্মদ ইউনূসকে। কলম্বিয়ার রাজধানী বোগোটায় ১৩ নভেম্বর অ্যাম্বেসি স্যুইটস হিলটনে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে তাকে আনুষ্ঠানিকভাবে এই সম্মাননা দেয়া হয়। পেরুর ট্রুহলো প্রদেশে অবস্থিত সিজার ভাল্লেও বিশ্ববিদ্যালয় পেরুর বৃহত্তম বিশ্ববিদ্যালয়।

উল্লেখ্য যে, প্রফেসর ইউনূসকে তিন বছর পূর্বে এই ডিগ্রি প্রদান করা হলেও করোনা মহামারীর কারণে সে সময় তিনি সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিতে পারেননি। এবার প্রফেসর ইউনূসের কলম্বিয়ায় অবস্থানকালে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বোগোটায় এসে তাঁকে এই সম্মানসূচক ডিগ্রি প্রদানের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছে।

এই সম্মানসূচক ডক্টরেটটি সহ প্রফেসর ইউনূস এ পর্যন্ত ২৭টি দেশ থেকে ৬৬টি ডক্টরেট ডিগ্রি পেয়েছেন। খবর প্রেস বিজ্ঞপ্তির।

পূর্ববর্তী নিবন্ধআহমদিয়া তজবিদুল কোরআন মাদরাসায় ফাতেহা ইয়াজদাহুম
পরবর্তী নিবন্ধহালদায় অবৈধভাবে বালু উত্তোলন লাখ টাকা জরিমানা