নাতির বয়স ১৭ বছর। তার বন্ধুর বয়স ২৪। আর সেই বন্ধুর প্রেমে পাগল ৬১ বছরের দাদি। সেই যুবককেই বিয়ে করলেন তিনি। নেটমাধ্যমে লাইভ দেখানো হলো বিয়ের অনুষ্ঠান। তবে আফসোস করে নববধূ শেরিল ম্যাকগ্রেগর বললেন, বেশিরভাগ মানুষ আমার স্বামীকে আমার নাতি বলে চিহ্নিত করে। এটা ভালো লাগে না।
শেরিলের নাতির একটি খাবারের দোকান রয়েছে। সেই দোকানে কাজ করতেন কোরান ম্যাককেইন। ১৫ বছর বয়সে শেরিলের সঙ্গে পরিচয় হয় কোরানের। কোরান তার ছেলের দোকানে কাজ করতে শুরু করেন ওই বয়সে। সেটা ২০১২ সাল। সেই যোগাযোগ প্রাথমিকভাবে গড়ে উঠলেও বন্ধ হয়ে যায়। ২০২০ সালে আবার যোগাযোগ গড়ে ওঠে। নিয়মিত কথা হয়। শেষে একদিন একটি ক্যাফেতে আংটি নিয়ে বিবাহ প্রস্তাব দেন কোরান।
কোরান বলেন, শেরিল নরম মনের মানুষ। তিনি সুন্দরী, সৎ ও আবেগপূর্ণ। সেই কারণেই তাকে আমার পছন্দ হয়। আমি যখন তাকে বিয়ের প্রস্তাব দিই, তিনি অবাক হয়েছিলেন। এর আগে একবারও বিয়ের সম্পর্কে আবদ্ধ হননি শেরিল। এতদিন পর সম্পর্কে আসতে পেরে শেরিল খুশি। একলা মায়ের দায়িত্ব পালন করেছেন শেরিল। তার সাত সন্তান রয়েছে। সন্তানরা সকলেই এই সম্পর্ক মেনে নিয়েছেন।