৬শ বোতল ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ী আটক

কক্সবাজার প্রতিনিধি | বৃহস্পতিবার , ৭ জানুয়ারি, ২০২১ at ১০:২৮ পূর্বাহ্ণ

কক্সবাজারে ৬শ বোতল ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১৫। গত সোমবার রাত ১০টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ঝিলংজা ইউনিয়নের বাংলাবাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।আটককৃতরা হলেন কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানার মো. মফিজের ছেলে মো. সোহাগ (২২) ও একই জেলার জোন কানন ইউনিয়নের মো. আবুলের ছেলে সবুজ মিয়া (২০)। র‌্যাব জানায়, আটককৃতরা প্রাইভেটকারে ফেনসিডিল পাচার করছিল।কক্সবাজার র‌্যাব-১৫ এর উপঅধিনায়ক মেজর মেহেদী হাসান বলেন, মাদক পরিবহন কাজে জড়িত থাকায় তাদের ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় গত মঙ্গলবার র‌্যাবের পক্ষ থেকে বাদী হয়ে কক্সবাজার সদর থানায় মামলা রুজু করা হয়। আটককৃতদের পুলিশে সোপর্দ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধরাউজানে অনলাইন কারিগরি প্রশিক্ষণ
পরবর্তী নিবন্ধকরোনা থেকে রক্ষা পেতে মাস্কের বিকল্প নেই : ডা. বিদ্যুৎ বড়ুয়া