৬ হাজার মিটার অবৈধ জাল জব্দ

হালদায় অভিযান

হাটহাজারী প্রতিনিধি | শুক্রবার , ২৭ ডিসেম্বর, ২০২৪ at ৭:২৬ পূর্বাহ্ণ

হালদা নদীতে অভিযান পরিচালনা করা হয়েছে। গত বুধবার দিবাগত রাতে নৌ পুলিশের সহযোগিতায় সিনিয়র মৎস্য কর্মকর্তার নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। রামদাস মুন্সিরহাট থেকে মদুনাঘাট পর্যন্ত পরিচালিত অভিযানে ৬ হাজার মিটার জাল জব্দ করা হয়। অভিযান পরিচালনাকারী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আমিনুল ইসলাম, জানান, গত বুধবার দিবাগত রাতে হালদা নদীতে জোয়ারের পানি উজান থেকে নামার সময় গোপন সংবাদের ভিত্তিতে নদীর রামদাস মুন্সিরহাট থেকে মদুনাঘাট পর্যন্ত অভিযান পরিচালনা করে রাউজানের উরিকরচরে ২ হাজার মিটার চরঘেরা জাল এবং ৪হাজার মিটার ভাসা জাল জব্দ করা হয়। অভিযানে মোট ৬ মিটার জাল ও মাছ ধরার অবৈধ সরঞ্জাম জব্দ করার হয় যার আনুমানিক মূল্য ২ লাখ ৫০ হাজার টাকা। অভিযানকালে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আমিনুল ইসলাম, নৌপুলিশের এএসআই রমজান আলী ও মো. শহীদুল উপস্থিত ছিলেন। পরে জব্দকৃত অবৈধ জালসমূহ রামদাস মুন্সীরহাটে জনসম্মুখে পুড়িয়ে বিনষ্ট করা হয়। নদীর মা মাছ ও জীব বৈচিত্র্য রক্ষায় উপজেলা সিনিয়র মৎস্য অফিসারের নেতৃত্বে নৌপুলিশের যৌথ অভিযান অব্যাহত থাকবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তির বিধান রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধমীরসরাইয়ে অস্ত্রসহ গ্রেপ্তার এক
পরবর্তী নিবন্ধশ্রমজীবী মানুষদের বাদ দিয়ে দেশের পরিবর্তন সম্ভব না