৬ হাজার টন নিলাম অযোগ্য পণ্য ধ্বংস করছে কাস্টমস

আজাদী প্রতিবেদন | সোমবার , ২৯ মার্চ, ২০২১ at ৬:০৬ পূর্বাহ্ণ

দীর্ঘ বিরতির পর অবশেষে ৬ হাজার টন নিলাম অযোগ্য পণ্য ধ্বংস করছে চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ। গতকাল রোববার নগরীর উত্তর হালিশহরের বে টার্মিনাল সংলগ্ন বেড়িবাঁধ রোডের চৌধুরী পাড়ার একটি খোলা জায়গায় এসব পণ্য ধ্বংস করা হবে জানিয়েছেন চট্টগ্রাম কাস্টমসের উপ-কমিশনার (নিলাম শাখা) ফয়সাল বিন রহমান।
নিলাম শাখা সূত্রে জানা গেছে, পণ্য ধ্বংসের জন্য ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। ক্রেন, স্কেভেটর, ট্রেলার, ট্রাকসহ প্রয়োজনীয় যানবাহনের ব্যবস্থা করা হয়েছে। পচে যাওয়া পণ্য থেকে যাতে দুর্ঘটনা না ছড়ায় তাই বড় গর্ত করে মাটি চাপা দেওয়া হবে।
জানতে চাইলে কাস্টমসের উপ-কমিশনার ফয়সাল বিন রহমান বলেন, চার মাস আগে পণ্য ধ্বংসের কার্যক্রমটি আমরা শুরু করি। তবে মেয়াদোত্তীর্ণ পচা পণ্য ধ্বংসের কাজ কাস্টমস একা করতে পারে না। নিয়ম অনুযায়ী পরিবেশ অধিদপ্তর ও সিটি কর্পোরেশনকে সাথে নিয়ে কাজটি করতে হয়। প্রথম দিকে সিটি কর্পোরেশনের ময়লার ডাম্পিং স্পেস ব্যবহারের প্রস্তাব আসলে যাচাই করে দেখা যায় এই পরিমাণ পণ্য ওই জায়গায় ধ্বংস করা কষ্টসাধ্য ব্যাপার। কারণ এতো পরিমাণ কন্টেনার ভর্তি নিয়ে ওই জায়গায় মুভমেন্ট করা অসম্ভব। রাস্তার অবস্থাও ভাল না। পরবর্তীতে আমরা সিটি কর্পোরেশন ও প্রতিনিধিদের নিয়ে উত্তর হালিশহরের বেড়িবাঁধ সংলগ্ন একটি জায়গা নির্বাচন করি। সবার সহমতে ওই জায়গা পণ্য ধ্বংসের জন্য বাছাই করে কার্যক্রম শুরু করা হয়।
উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরে বিপজ্জনক ৫৯ টন পণ্য ধ্বংসের জন্য সিলেটের সুনামগঞ্জের ছাতকের একটি সিমেন্ট কারখানায় পাঠানো হয়। এর আগে গত ২০১৯ সালে ১৮ ডিসেম্বর ধ্বংস করা হয় ৪ হাজার ৮০৭ টন পণ্য।

পূর্ববর্তী নিবন্ধনতুন করে কড়াকড়ি আরোপ হচ্ছে
পরবর্তী নিবন্ধদোল উৎসব সম্পন্ন