৬ বছর পর ঈশিতার নতুন গান

| সোমবার , ২১ জুলাই, ২০২৫ at ১২:০০ অপরাহ্ণ

তিনি একাধারে অভিনেত্রী, গায়িকা, নৃত্যশিল্পী এবং নির্মাতা হিসেবে কাজ করছেন। নব্বইয়ের দশক থেকে তিনি অভিনয় ও গান দুটোতেই জনপ্রিয়। সর্বশেষ ৬ বছর আগে একটি মৌলিক গান প্রকাশিত হয়েছিল। আবারও নতুন গান নিয়ে ফিরছেন টিভি নাটকের প্রিয়মুখ অভিনেত্রী রুমানা রশিদ ঈশিতা। ঈশিতার নতুন গানের শিরোনাম ‘রুপোর ঝলক’।

গানটি লিখেছেন আসিফ ইকবাল, সুর ও সংগীত করেছেন অমিত চ্যাটার্জি ও ইশান মিত্র। মূলত এই গানটি তানিম রহমান অংশু পরিচালিত সদ্য ইউটিউবে প্রকাশিত ‘নসিব’ নামক ইউটিউব ফিল্মে ব্যবহৃত হয়েছে। ফিল্মটি ইউটিউবে প্রকাশিত হয়েছে গত ১০ জুলাই। আর গানটি প্রকাশিত হয়েছে ঠিক এক সপ্তাহ পর।

ঈশিতা বলেন, গানটি করা হয়েছে আজ থেকে দুই বছরেরও বেশি সময় আগে। আমি যখন ‘কেন’ নামক নাটকে অভিনয় করি, সেই সময়ই মূলত গানটি গাওয়ার জন্য প্রস্তাব আসে। গানটা শুনে আমার ভালো লেগেছিল। তাছাড়া আমরা অনেকেই আসিফ ইকবালের লেখা গানের ভক্ত। তো আমাকে যখন এই গানটি গাওয়ার জন্য বলা হয়, আমি তখন ভীষণ সম্মানিত বোধ করেছিলাম। সেই সময় গানটা নিয়ে বেশ পরিকল্পনা ছিল। প্রকাশের পর টুকটাক বেশ ভালো সাড়া পাচ্ছি। ভাবছি যেহেতু অনেক দিন বিরতির পর নতুন একটি মৌলিক গান প্রকাশ পেয়েছে, আরও কয়েকটা মৌলিক গান করা যেতেই পারে। দেখা যাক কী হয়।ছোটবেলায় ১৩ বছর ধরে ওস্তাদ ওমর ফারুকের কাছে খেয়ালের তালিম নিয়েছেন ঈশিতা। একই বিষয়ে ওস্তাদ সঞ্জীব দে’র কাছে আরও আট বছর তালিম নিয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধফেইমের ৫ দিনের আয়োজনের আজ সমাপনী দিন
পরবর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ১০.৫৩ কোটি টাকা