কর্ণফুলী উপজেলার একটি ও সাতকানিয়ার দুইটিসহ ৬টি প্রতিষ্ঠানকে ৮২ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়। গতকাল রোববার পৃথক শুনানীতে এসব ক্ষতিপূরণ (জরিমানা) আদেশ দেন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের পরিচালক মোহাম্মদ মোয়াজ্জম হোসাইন। পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, পরিবেশ ছাড়পত্রের শর্তভঙ্গ করায় চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার আজিমপাড়া এলাকার ট্রাস্ট ইন্টারন্যাশনাল ট্রেডিংকে ৫ হাজার টাকা, সাতকানিয়ার মেসার্স পেন্টাগন ব্রিকসকে ৫ হাজার টাকা, ছাড়পত্র নবায়ন না করে ব্যবসা পরিচালনার অভিযোগে মেসার্স সাঙ্গু মডার্ণ ব্রিকস, ব্রাহ্মণবাড়িয়ার মেসার্স মিতালী ব্রিকস, মেসার্স সাফাদ ব্রিকসকে ২০ হাজার টাকা করে এবং মেসার্স এমএইচকে ব্রিকসকে ১২ হাজার টাকা পরিবেশগত ক্ষতিপূরণের আদেশ দেন পরিচালক মোহাম্মদ মোয়াজ্জম হোসাইন। আগামী ৭ দিনের মধ্যে এসব টাকা সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।