চট্টগ্রাম উত্তর জেলা মহিলা আওয়ামী লীগের উদ্যোগে গত শুক্রবার বিকেলে ঐতিহাসিক ৬ দফা দিবস উপলক্ষে আায়োজিত আলোচনা সভায় বক্তারা বলেছেন, বঙ্গবন্ধুর কাছে ৬ দফা ছিল একটা সাঁকো, যাতে চেপে স্বাধিকার থেকে স্বাধীনতায় উন্নীত হওয়া যায়। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের রোডম্যাপ মূলত রচিত হয়েছিলো বঙ্গবন্ধুর ৬ দফা থেকেই। এটি ছিলো রাজনীতিতে বঙ্গবন্ধুর দূরদর্শী একটি ঐতিহাসিক সিদ্ধান্ত। এক কথায় ৬ দফা স্বাধীনতার ম্যাগনাকার্টা। ১৯৬৬ সালের ৭ জুন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষিত বাঙালি জাতির মুক্তির সনদ ৬ দফা দাবির পক্ষে দেশব্যাপী তীব্র গণ আন্দোলনের সূচনা হয়। রাজপথ রঞ্জিত হয় মনু মিয়াসহ ১১ জন শহীদের রক্তে। ঐতিহাসিক ৬ দফার স্বপ্নদ্রষ্টা, স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতির মুক্তির পথপ্রদর্শক। প্রতিটি বাঙালির হৃদয়ের মণিকোঠায় তিনি অনন্তকাল চিরভাস্বর হয়ে থাকবেন।
চট্টগ্রাম উত্তর জেলা মহিলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি সৈয়দা রিফাত আক্তার নিশু‘র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন রেজওয়ানা শারমিন, জাহান আরা নাজনীন, নুসরাত জাহান, নার্গিস আকতার, লিপি দেওয়ানজী, নারগিস আক্তার, এডভোকেট সাইফুন নাহার খুশী, রুবি আকতার, শিলা চৌধুরী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।