৬ ইঞ্চি করে খুলে দেয়া হলো কাপ্তাই লেকের ১৬ গেট

পানি বৃদ্ধি

কাপ্তাই প্রতিনিধি | বৃহস্পতিবার , ২১ আগস্ট, ২০২৫ at ৬:৩৪ পূর্বাহ্ণ

ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলের কারণে কাপ্তাই লেকের পানি বৃদ্ধি পাওয়ায় আবারও লেক থেকে পানি ছাড়া শুরু হয়েছে। গতকাল বুধবার রাত ৮টা থেকে কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষের সিদ্ধান্তে কাপ্তাই লেক থেকে পানি ছাড়া শুরু হয়। লেকে পানির পরিমাণ ১০৮.৩৫ ফুট মিন সি লেভেলে পৌঁছালে কর্তৃপক্ষ পানি ছাড়ার সিদ্ধান্ত নেন বলে জানা যায়। কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক তত্ত্বাবধায়ক প্রকৌশলী মাহমুদ হাসান পানি ছাড়ার সত্যতা নিশ্চিত করে বলেন, ৩ দফা পানি ছাড়ার সিদ্ধান্ত নিয়েও শেষ পর্যন্ত বুধবার রাত ৮টার সময় বিদ্যুৎ কেন্দ্রের স্পিলওয়ের ১৬টি গেট ৬ ইঞ্চি করে খুলে দেওয়া হয়েছে। এর ফলে প্রতি সেকেন্ডে ৯ হাজার কিউসেক হারে পানি কাপ্তাই লেক থেকে কর্ণফুলী নদীতে পড়ছে। তিনি বলেন, প্রথমে ১৯ আগস্ট (মঙ্গলবার) রাত ১০টায় পানি ছাড়ার সিদ্ধান্ত হয়েছিল। পরবর্তীতে সিদ্ধান্ত পরিবর্তন করে গতকাল বুধবার সকাল ৬টায় পানি ছাড়ার সিদ্ধান্ত হয়। অবশ্য সেই সিদ্ধান্তও পরিবর্তন করে দুপুর ১২টা থেকে ২টার মধ্যে পানি ছাড়া হতে পারে বলে জানানো হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত সব সিদ্ধান্তের পর বুধবার রাত ৮টা থেকে পানি ছাড়া শুরু হয়।

বারবার সিদ্ধান্ত বদলের বিষয়ে মাহমুদ হাসান আজাদীকে বলেন, আসলে আমরা কাপ্তাই লেকে সর্বোচ্চ পরিমাণ পানি ধরে রাখতে চাই। সামনে যদি আর বৃষ্টি না হয় তাহলে দ্রুত লেকের পানি কমে যাবে। তাই আগামী দিনের জন্য পানি ধরে রাখার স্বার্থে বারবার পানি ছাড়ার সিদ্ধান্ত পরিবর্তন করতে হয়েছিল।

বিদ্যুৎ কেন্দ্রের দায়িত্বশীল একটি সূত্র জানায়, ১৬টি স্পিলওয়ে খুলে দেওয়ার পাশাপাশি ৫টি ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদন অব্যাহত রয়েছে। এই ৫টি ইউনিট সচল থাকার মাধ্যমে ২৩ হাজার কিউসেক হারে পানি কর্ণফুলী নদীতে নিষ্কাষিত হচ্ছে। বর্তমানে কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র থেকে ২২২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে। যার পুরোটাই জাতীয় গ্রিডে সঞ্চালন করা হচ্ছে বলে জানা গেছে।

পূর্ববর্তী নিবন্ধবাবরের ৮৮ লাখ, স্ত্রীর পৌনে ২ কোটি টাকার আয়বহির্ভূত সম্পদ
পরবর্তী নিবন্ধপ্রথম ধাপে নির্বাচিত ১০ লাখ ৪৫ হাজার শিক্ষার্থী