টেকনাফে মাদক বিক্রির ১৬ লাখ ১৩ হাজার ৬ শ টাকা ও ৫৫ হাজার ৮শ পিস ইয়াবা জব্দ করেছে আইনশৃক্সখলা বাহিনী। এসময় দুই মাদক কারবারীকে আটক করা হয়। গত শনিবার রাতে পৃথক এ অভিযান চালানো হয়। আটককৃতরা হল সাবরাংয়ের নবী হোসেন (৩৫) ও সাতকানিয়ার মো. শফিউল আলম (২৪)। র্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৫ এর সদস্যরা উপজেলার বিজিবি উনচিপ্রাং সীমান্ত ফাঁড়ি সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে। র্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় ধাওয়া করে টেকনাফের সাবরাং ইউনিয়নের সিকদার পাড়া এলাকার মৃত জহির আহাম্মদের ছেলে নবী হোসেনকে আটক করা হয়। তার হাতে থাকা পলিথিন ব্যাগ তল্লাশি করে ৪৫ হাজার ৮শত পিস ইয়াবা ও মাদক বিক্রির ১৬ লাখ নগদ টাকা জব্দ করা হয়।
অপরদিকে বাহারছড়া হাজম পাড়ার অস্থায়ী চেকপোস্টে তল্লাশি চালিয়ে ১০ হাজার ইয়াবাসহ এক মিনি ট্রাক চালককে আটক করেছে বিজিবি সদস্যরা। গত শনিবার রাত সাড়ে ৮টার দিকে তাকে আটক করা হয়। টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান বলেন, কক্সবাজারগামী একটি মিনি ট্রাক (চট্টমেট্টো-ন-১১-৬৭২৬) তল্লাশি করে গাড়ির সামনের দরজায় অভিনব কায়দায় ফিটিং অবস্থায় ১০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। এসময় মাদক বহনে ব্যবহৃত মিনি ট্রাকটি জব্দ করে চালক সাতকানিয়ার কেরানী হাট কেউছিয়ার মৃত জহিরুল ইসলামের ছেলে মো. শফিউল আলমকে আটক করা হয়। মামলা দায়েরের পর জব্দকৃত মাদক ও মিনি ট্রাকসহ তাকে টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে।