ঢাকা, জাহাঙ্গীরনগর এবং রাজশাহীর পর এবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২১-২২ সেশনের স্নাতক প্রথমবর্ষের ভর্তি পরীক্ষায় অংশ নিতে এসেছেন ৫৫ বছর বয়সী বেলায়েত শেখ। আজ সোমবার অনুষ্ঠেয় চবির ডি ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নেবেন তিনি।
বেলায়েত শেখের বাড়ি গাজীপুরের শ্রীপুর উপজেলায়। তিনি ১৯৬৮ সালে জন্মগ্রহণ করেন। তার দুই ছেলে ও এক মেয়ে। বড় ছেলে ব্যবসা করেন। ছোট ছেলে পড়েন একাদশ শ্রেণিতে। বড় ছেলের স্ত্রীও পড়েন একাদশ শ্রেণিতে। এছাড়া তিনি দৈনিক করতোয়া পত্রিকার শ্রীপুর উপজেলা প্রতিনিধি।
পরীক্ষায় অংশ নিতে গতকাল রোববার সকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আসেন বেলায়েত শেখ। ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার। অভাবের সংসার এবং বাবার অসুস্থতার কারণে ১৯৮৩ সালে এসএসসি পরীক্ষা দিতে পারেননি। অসুস্থ মা-বাবা ও ভাইবোনদের ভরণপোষণের জন্য দিনমজুর, হোটেল বয় এবং গ্যারেজের কাজ করেছেন তিনি।
সংসারের দায়িত্ব পালনের পাশাপাশি ২০১৯ সালে কারিগরি শাখা থেকে জিপিএ ৪ দশমিক ৪৩ পেয়ে এসএসসি এবং ২০২১ সালে ছোট ছেলের সঙ্গে নিজেও পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ ৪ দশমিক ৫৮ পেয়ে এইচএসসি পাস করেন। ভাই-বোনদের মধ্যে কেউ সেভাবে উচ্চশিক্ষার সুযোগ পাননি। সেই আক্ষেপ থেকে পুনরায় শুরু করেন লেখাপড়া।
বেলায়েত বলেন, আগামীকাল ডি ইউনিটের দ্বিতীয় শিফটের পরীক্ষায় আমি অংশ নেবো। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে যাওয়ার সময় দুর্ঘটনায় অসুস্থ হয়ে যাই। ডায়াবেটিসও ধরা পড়েছে। এরপরও যতটুকু সম্ভব প্রস্তুতি নিয়েছি। সাংবাদিকতা পেশায় জড়িত আছি। তাই বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেলে সংবাদিকতা বিভাগে পড়তে চাই।