৫৫ টাকা লিটারে দুধ নিতে সম্মত হয়েছেন চট্টগ্রাম মহানগরীর মিষ্টি প্রস্তুতকারীরা। গত বৃহস্পতিবার রাতে আনোয়ারা উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরীকে এ সিদ্ধান্তের কথা জানান বাংলাদেশ সুইটস ম্যানুফ্যাকচারার্স এসোসিয়েশনের কেন্দ্রীয় উপদেষ্টা ও চট্টগ্রামের সভাপতি এবং বনফুল ও কিষোয়ান গ্রুপের চেয়ারম্যান আবদুল মোতালেব। গো-খাদ্যের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ার কারণে লোকসানের মুখে পড়ে দুগ্ধ খামারিরা। এতে দুধের মূল্য বৃদ্ধির দাবিতে গত এক মাস ধরে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছিল বাংলাদেশ ডেইরি ফার্মারস এসোসিয়েশন। সর্বশেষ গত সপ্তাহ হতে নগরীতে দুধ সরবরাহ ঠেকাতে মইজ্জ্যার টেক এলাকায় পাহারা বসিয়েছে খামারিরা। তারা রাস্তায় দুধ ঢেলে প্রতিবাদ জানান।
এদিকে খামারিদের আন্দোলনের মুখে চট্টগ্রাম ডেইরি ফার্মারস ও সুইটস ম্যানুফ্যাকচারার্স এসোসিয়েশনের সাথে সমঝোতার উদ্যোগ নেন আনোয়ারা উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী। তিনি বৃহস্পতিবার রাতে সুইটস ম্যানুফ্যাকচারার্স এসোসিয়েশনের সভাপতি আব্দুল মোতালেবের সাথে টেলিফোনে যোগাযোগ করেন। আব্দুল মোতালেব অসুস্থ অবস্থায় বর্তমানে নগরীর একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরীকে প্রতি লিটার দুধ ৫৫ টাকা করে নেয়ার সিদ্ধান্তের কথা জানান।
এ ব্যাপারে তৌহিদুল হক চৌধুরী দৈনিক আজাদীকে জানান, দুধের দাম বৃদ্ধির দাবিতে গত একমাস ধরে আন্দোলন করে আসছিল চট্টগ্রাম ডেইরি ফার্মারস এসোসিয়েশন। তাদের সমস্যাটি সমাধানের জন্য আমি বনফুলের চেয়ারম্যান আবদুল মোতালেব ভাইয়ের সাথে কথা বলেছি। তিনি বর্তমানে পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতাল থেকেই টেলিফোনে তিনি ৫৫ টাকা লিটারে দুধ কেনার বিষয়টি জানিয়েছেন। খামারিরাও এ সিদ্ধান্তে একমত হয়েছেন। শুক্রবার থেকে তারা এই দামে দুধ সরবরাহ শুরু করেছেন।
ডেইরি ফার্ম এসোসিয়েশন চট্টগ্রামের সভাপতি নাজিম হায়দার জানান, আমরা প্রতি লিটার দুধের দাম ৬০ টাকা দাবি জানিয়ে আসছিলাম। সুইটস ম্যানুফ্যাকচারার এসোসিয়েশনের পক্ষ থেকে ৫৫ টাকা করে দুধ নেয়ার সিদ্ধান্ত দিয়েছেন। একমাস পরে তারা পুনরায় বৈঠক করে আরো দাম বাড়ানোর বিষয়ে সিদ্ধান্তের কথা জানিয়েছেন। এ কারণে শুক্রবার থেকে আমরা মিষ্টির কারখানাগুলোতে দুধ সরবরাহ শুরু করেছি।